আমাদের ভারত, ১৪ ফেব্রুয়ারি: ভ্যালেন্টাইন্স ডে হিন্দু সংস্কৃতির পরিপন্থী। এই অভিযোগ তুলেই প্রেম দিবস উদযাপনে প্রতিবাদ হিসেবে কুকুরের বিয়ে দিল হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু মুন্নানি। তামিলনাড়ুর শিবগঙ্গায় এই ঘটনাটি ঘটেছে।
প্রেম দিবস উদযাপনকে কটাক্ষ করতে হিন্দু মুন্নানির তরফে দুটি পথ কুকুরের বিয়ের আয়োজন করা হয়। সদস্যদের দাবি, প্রেম দিবস উদযাপন ভারতীয় সংস্কৃতির পরিপন্থী। প্রেম দিবসে প্রেমিক-প্রেমিকারা জনসম্মুখে নোংরামি করে এবং বিরোধিতা করতেই তারা এই অভিনব পদ্ধতিতে প্রতিবাদ করছেন।
সোমবার হিন্দু মুন্নানির কর্মীরা দুটি কুকুরকে এনে তাদের কাপড় ও মালা পরিয়ে দেয়। সেই কাপড় দিয়ে তারা গাঁটছড়া বেঁধে কুকুর দুটির বিয়ে দেয়।
বিগত বছরগুলিতেও প্রেম দিবসের বিরোধিতা করে বিভিন্ন উপায় বিক্ষোভ দেখিয়েছে এই সংগঠন। এবছর তারা কুকুরের বিয়ের আয়োজন করে ভ্যালেন্টাইন্স ডের বিরোধিতা করল।