স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদীয়া, ৩০ মে:
লকডাউনের মধ্যেই সিআইডি তলব করল রানাঘাট দক্ষিণের বিজেপি সাংসদ জগন্নাথ সরকারকে। গতকাল ভবানী ভবন সিআইডি থেকে তাঁকে নোটিশ ধরানো হয়েছে। আগামী ১০ জুন সকাল ১১টার সময় তাকে ভবানী ভবনে হাজির হতে তাঁকে নির্দেশ দেওয়া হয়েছে। জগন্নাথবাবুর অভিযোগ প্রতিহিংসাপরায়ণ হয়ে পুলিশ এরকম আচরণ করছে।
নদীয়ার কৃষ্ণগঞ্জের বিধায়ক সত্যজিৎ খুনের ঘটনায় এর আগেও একাধিকবার জিজ্ঞাসাবাদের জন্য সিআইডি ভবানী ভবনে তাঁকে তলব করেছিল। কিন্তু এবার তাঁকে সিআইডি ডেকেছেন লকডাউনের মধ্যেই। জগন্নাথবাবুর অভিযোগ, প্রতিহিংসাপরায়ণ হয়ে পুলিশ এরকম করছে। কারণ আমি সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছি, মানুষের দুঃখ দুর্দশার কথা শুনেছি, পরিযায়ী শ্রমিকদের সঙ্গে দেখা করেছি। অনেক জায়গায় পুলিশ আমাকে বাধা দিয়েছে, রাস্তা থেকে ফিরিয়ে দিয়েছে। তা সত্ত্বেও যেহেতু আমি গেছি তাই প্রতিহিংসাপরায়ণ হয়ে আমার বিরুদ্ধে পুলিশ এরকম আচরণ করছে।
জগন্নাথবাবু বলেন, একাধিকবার আমাকে সত্যজিৎ খুনের ঘটনায় জিজ্ঞাসাবাদ করেছে সিআইডি, কিছু পায়নি। গতকাল রানাঘাট পুলিশ সুপারের সঙ্গে বাদানুবাদের পরেই প্রতিহিংসাপরায়ণ হয়ে নবান্নের চাপে এটা করা হচ্ছে আমাকে ভয় দেখাবার জন্য। কিন্তু এভাবে আমাকে ভয় দেখিয়ে রোখা যাবে না। হুমকি দিয়ে, পুলিশের ভয় দেখিয়ে, সিআইডি দেখিয়ে জগন্নাথ সরকারকে দমাতে পারবে না।