আলিপুরদুয়ার, আমাদের ভারত, ৮ এপ্রিল: বুধবার জলদাপাড়া লাগোয়া গেরগেন্ডা চা-বাগানের ১৬ নম্বর সেকশনে বনদফতরের পাতা খাঁচায় ধরা পড়ে একটি পূর্ণবয়স্ক স্ত্রী চিতাবাঘ। চা-বাগানের শ্রমিকরা খাঁচাবন্দি চিতাবাঘটিকে দেখতে পেয়ে স্থানীয় লঙ্কাপাড়া রেঞ্জে খবর দেয়। খবর পেয়ে জলদাপাড়া থেকে বনদফতরের বিশেষ স্কোয়াড ছোটে ঘটনাস্থলে। এরপরে রীতিমতো জীবানুমুক্ত করিয়ে উদ্ধার করা চিতাবাঘকে নিয়ে আসা হল জলদাপাড়া জাতীয় উদ্যান লাগোয়া দক্ষিণ খয়েরবাড়ি ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রে।
উল্লেখ্য, এক দুই করে দক্ষিণ খয়েরবাড়িতে আবাসিক চিতাবাঘের সংখ্যা পৌঁছে গেল ২২-এ। প্রাথমিকভাবে জানা গেছে কোনও রেসকিউ সেন্টার ধরলে দেশের মধ্যে সবচেয়ে বেশি।

