মায়ের স্মৃতিতে বিভিন্ন সামাজসেবা মূলক কাজ বাঁকুড়ার প্রধান শিক্ষকের

আমাদের ভারত, বাঁকুড়া, ১৯ নভেম্বর: সদ‍্য প্রয়াত মায়ের স্মৃতিতে নানা সমাজসেবা মূলক কর্মসূচি গ্রহণ করে সামাজিক দায়বদ্ধতার বার্তা দিলেন প্রধান শিক্ষক তাপস কুমার মহান্তি। বাঁকুড়া জেলার সারেঙ্গা থানার কুসুমটিকরি উচ্চ-মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাপস কুমার মহান্তি তাঁর সদ‍্য প্রয়াত মা বীণাপাণি মহান্তির স্মৃতির উদ্দেশ্যে রক্তদান শিবির, দুঃস্থ ব‍্যক্তিদের মধ‍্যে শীতবস্ত্র বিতরণ সহ নানা সমাজসেবা মূলক কর্মসূচি গ্রহণ করলেন।

তাপসবাবুর বাড়ি বাঁকুড়া জেলার সারেঙ্গা থানার জামবনি গ্রামে। তাপসবাবুর বাবা চিত্তরঞ্জন মহান্তি ছিলেন বাঁকুড়া জেলার রানিবাঁধ থানার হলুদ কানালি উচ্চ-মাধ্যমিক বিদ্যালয়ে একজন ছাত্রদরদী শিক্ষক। তাঁর বাবা প্রয়াত হয়েছেন অনেকদিন আগেই। মা বীণাপাণি দেবী সম্প্রতি প্রয়াত হন। প্রয়াত মায়ের পারলৌকিক ক্রিয়াকর্মের পাশাপাশি মায়ের স্মৃতিতে, এই করোনা আবহের মাঝেই কিছু সামাজিক কর্মসূচির পরিকল্পনা গ্রহণ করেন তাপসবাবু। তিনি তাঁর এই পরিকল্পনার কথা পরিবার পরিজনদের জানালে, তাঁর পরিবার-পরিজনসহ এলাকার ছাত্র-যুব থেকে শুরু করে সর্বস্তরের মানুষ এই কর্মসূচিকে সফল করতে এগিয়ে আসেন।

তাপসবাবুর ভাইপো অঞ্জন মহান্তির রক্তদানের মাধ্যমে শিবিরের সূচনা হয়। তাপসবাবু নিজেও রক্ত দান করেন।তাঁর কন্যা কলেজ ছাত্রী সুবর্না মহান্তিও রক্ত দান করেন।তাপসবাবু জানান, জামবনী প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত এই রক্তদান শিবিরে মোট ৫৩ জন রক্তদান করেছেন, যার মধ্যে মধ্যে ১০ জন রক্তদাতা তাঁর পরিবারের সদস্য-সদস‍্যা।

তাপসবাবু জানান রক্ত দান কর্মসূচির পাশাপাশি চব্বিশ জন দুঃস্থ মানুষকে শীতবস্ত্র দেওয়া হয়েছে তাঁদের পরিবারের পক্ষ থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *