রাম মন্দিরের ভূমি পূজায় শঙ্খধ্বনি, হোম- যজ্ঞ হবে পশ্চিম মেদিনীপুর জেলাজুড়ে 

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ৪ আগস্ট: 
বুধবার পশ্চিম মেদিনীপুর জেলাজুড়ে বাড়ির মধ্যেই  পূজা পাট হোম যজ্ঞ শঙ্খধ্বনি হবে বলে জানিয়েছেন বিজেপির জেলা সভাপতি শমিত দাশ। তিনি বলেন,  অযোধ্যায় রাম মন্দিরের ভুমি পূজাকে কেন্দ্র করে সারা ভারতবর্ষ জুড়ে সাধারণ মানুষ সরকারি স্বাস্থ্য বিধি মেনে বাড়িতে এবং পাড়ার মন্দিরে পূজাপাঠ, শঙ্খধ্বনি, হোমযজ্ঞ করার পরিকল্পনা নিয়েছেন, কিন্তু সারা রাজ্যের মতো পশ্চিম মেদিনীপুরের পুলিশ প্রশাসনও এই কর্মসূচি পালন করতে বারণ করছে। তাই ভূমি পুজোর দিন পুলিশ যদি বেশি বাড়াবাড়ি করে এবং তার যদি কোনও পাল্টা প্রতিক্রিয়া হয় সেজন্য পুলিশ প্রশাসন দায়ী থাকবে। মঙ্গলবার মেদিনীপুরে এক সাংবাদিক বৈঠকে একথা জানিয়েছেন বিজেপির জেলা সভাপতি শমিত দাশ।

তিনি  অভিযোগ করেন, মেদিনীপুরে কন্টেন্টমেইন জোন করার নামে অর্ধেক শহরকে ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়েছে। যাতে এলাকার মানুষ আগামীকাল রাম মন্দিরের ভূমি পুজোর সমর্থনে কোনও ধর্মীয় কর্মসূচি পালন করতে না পারে। তবে মেদিনীপুরের মানুষ যথেষ্ট সচেতন, তারা লকডাউনের সমস্ত বিধি নিষেধ মেনে শারীরিক দূরত্ব বজায় রেখে বাড়ির মধ্যেই শঙ্খধ্বনি দেবে, প্রদীপ জ্বালাবে এবং বাড়ির পার্শ্ববর্তী মন্দিরে হোমযজ্ঞ , পূজাপাঠ করবে। তিনি পুলিশের কাছে আবেদন জানান, মানুষের ধর্মীয় ভাবাবেগকে অসম্মান না করার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *