নতুন বিপদ! রাতে গরম হাওয়ায় নষ্ট হলো কয়েক হেক্টর জমির ধান

গোপাল রায়, আমাদের ভারত, আরামবাগ, ১০ এপ্রিল: করোনায় জর্জরিত শহর থেকে গ্রাম বাংলার সকলে। তার ওপর রহস্যজনকভাবে আগুনে ঝলসে নষ্ট হয়ে গেল কয়েক হেক্টর জমির ধান। ঘটনাটি আরামবাগের দিঘির পাড় এলাকার।

স্থানীয় বাসিন্দারা জানান, বুধবার রাতে ঝড়-বৃষ্টি হয়। এর পর হঠাৎ বৃষ্টি থেমে গেলেও একটা আগুনের গরম হাওয়া ধানের জমির উপর দিয়ে বয়ে যায়। আজ শুক্রবার সকালে চাষিরা জমিতে গিয়ে দেখেন ধানের শিসগুলি ঝলসে গেছে। কিছুটা আগুনে পোড়ার মত হয়ে গেছে। কয়েক হাজার হেক্টর ধান জমির ধান নষ্ট হয়ে গিয়েছে।

এই ঘটনায় চাষিদের মাথায় হাত। একেই লকডাউন এর জেরে দুরবস্থা, তারপর বিঘার পর বিঘা ধানের জমি ও ফসল নষ্ট হয়ে যাওয়ায় চাষীদের ঘুম কেড়েছে।

দিবাকর পান নামে এক প্রান্তিক চাষি বলেন, উল্কাপাতের মত একটা আগুনের হাওয়া ধান গাছের উপর দিয়ে বয়ে যাওয়ার পরে দেখা গেল ধান গাছ গুলো নষ্ট হয়ে গেছে।আমার মত বহু চাষির ক্ষতি হয়ে গেছে। স্থানীয় কৃষি আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছেন চাষিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *