আশিস মণ্ডল, আমাদের ভারত, বীরভূম, ১২ জুন : পঞ্চায়েত নির্বাচনের মুখে তৃণমূল ভাঙন। সিউড়ি ১ নম্বর ব্লকের করিধ্যা অঞ্চলে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন শতাধিক কর্মী সমর্থক।
সোমবার দলত্যাগীদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপির বীরভূম জেলা সভাপতি ধ্রুব সাহা। দলত্যাগীদের মধ্যে রয়েছেন কড়িধ্যা পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান উজ্বল সিংহ, পঞ্চায়েত সমিতির বিদায়ী পূর্ত কর্মাধ্যক্ষ রাজীব চট্টোপাধ্যায়, পঞ্চায়েত সমিতির সদস্য অদিত্য চট্টরাজ, গ্রাম পঞ্চায়েত সদস্য জীবন সরকার, যুব নেতা শুভম সিংহ। ধ্রুব সাহা বলেন, “দলের দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতেই এরা বিজেপিতে যোগদান করলেন। আমরা তাদের লড়াইয়ে সমস্ত রকম সহযোগিতা করব”।

