পুর ভোটের মুখে এবার ‘দুয়ারে পৌর প্রশাসক’ কর্মসূচি পুরুলিয়ায়, কটাক্ষ বিজেপির

সাথী দাস, পুরুলিয়া, ১৮ ডিসেম্বর: দুয়ারে সরকার থেকে দুয়ারে রেশন, পৌর নির্বাচনের আগে এবার ‘দুয়ারে পৌর প্রশাসক’ কর্মসূচি শুরু করল পুরুলিয়া পৌরসভা। পুরুলিয়ায় মোট ২৩টি ওয়ার্ডের পাড়ায় পাড়ায় গিয়ে স্থানীয়দের সমস্যা চটজলদি সমাধানের এই কর্মসূচি বলে দাবি পৌরসভার প্রশাসনিক বোর্ডের। যদিও নির্বাচনের আগে এই কর্মসূচিকে কটাক্ষ করেতে ছাড়েনি বিরোধীরা। কটাক্ষ করে বিজেপির পুরুলিয়ার বিধায়ক ও পুরুলিয়া পৌরসভার বিদায়ী বিরোধী দলনেতা সুদীপ মুখার্জি বলেন, গত দশ বছর পৌরসভা দুর্নীতি ছাড়া কোনও উন্নয়ন করেনি। ভোটের মুখে মানুষকে ভুল বোঝাতে দুয়ারে প্রশাসক কর্মসূচি নিয়েছে। যদিও প্রশাসক পদটাই বেআইনি।

গত বিধানসভা নির্বাচনের আগে দুয়ারে সরকার কর্মসূচি করে ভোট বৈতরণী পার করেছিল শাসক দল তৃণমূল। হাতে নাতে দল তার সাফল্য পেয়েছিল। এবার সেই কর্মসূচিকে অনুসরণ করে পৌর নির্বাচনের আগে ভোটারদের মন বুঝতে দুয়ারে দুয়ারে পৌঁছে যাচ্ছেন পুরুলিয়া পৌরসভার পৌর প্রশাসক নবেন্দু মাহালী। তাঁর দাবি, মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্য সরকার দুয়ারে সরকার কর্মসূচি করে মানুষের সমস্যা দূর করে সাফল্য পেয়েছে। এবার সেই মডেলকে হাতিয়ার করে পৌরবাসীর বিভিন্ন সমস্যা দূর করতে এই কর্মসূচি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *