নীল বনিক, আমাদের ভারত, ২১ এপ্রিল: শীত ঘুম কাটিয়ে অবশেষে রাজ্য সরকার এফসিআইয়ের কাছ থেকে চাল নেওয়া শুরু করেছে, বললেন রাজ্যপাল জগদীপ ধনকর। কেন্দ্রীয় সরকার চাল পাঠিয়ে দেবার পরেও রাজ্যসরকার সেই চাল তুলছিল না। কয়েকদিন ধরে এমন অভিযোগে সরব হয়েছিলেন রাজ্য বিজেপির নেতারা। এরপর রাজ্যপালও কেন্দ্রীয় সরকারের দেওয়া চাল না তোলার জন্য রাজ্যের সমালোচনায় মুখর হয়েছিলেন।
আজ মঙ্গলবার রাজভবনে তিনি বলেন, দেরিতে হলেও রাজ্য চাল তুলছে। তবে কেন্দ্রের দেওয়া চালের যাতে সদ্ব্যবহার হয় তা দেখতে রাজ্য সরকারের কাছে আবেদন জানিয়েছেন রাজ্যপাল। তিনি বলেন, সঠিক মানুষ যাতে চাল পায় তা দেখতে হবে রাজ্যকে। তারসঙ্গে তিনি আরও বলেন, রেশান দোকান থেকে চাল কেউ ধমক দিয়ে নিয়ে যেতে না পরে তাও দেখতে হবে প্রশাসনকে। কোনও রাজনৈতিক দলের কোনও অধিকার নেই এই চালের উপর।