শান্তিপুরে ভর সন্ধ্যায় প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে কোপ

স্নেহাশিস মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১৮ জুন:
নদিয়ার শান্তিপুর শহরে ১৭ নম্বর ওয়ার্ডের পোড়াডাঙ্গা পাড়ায় বৃহস্পতিবার সন্ধ্যে সাড়ে আটটা নাগাদ ওই এলাকায় দুই বাসিন্দা কানাই হরিজন এবং উত্তম মন্ডলকে পাশের রামেশ্বরের বাগান পাড়ার অনুপ হালদার ধারালো অস্ত্র দিয়ে কোপ মারে। এরমধ্যে কানাই হালদারের মাথায় ধারালো অস্ত্রের কোপে গুরুতর জখম হয় এবং তাকে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায় এলাকাবাসী। শারীরিক পরিস্থিতির অবনতির কারণে, তাকে কৃষ্ণনগর সদর হাসপাতালে স্থানান্তরিত করে। ঘটনাস্থলে শান্তিপুর থানার পুলিশবাহিনী পৌঁছায়।

এলাকা সূত্রে জানা যায়, কয়েকদিন আগে মাদকাসক্ত মানসিক ভারসাম্যহীন এক যুবকের কথা অনুযায়ী রকি সেখ, সৌরভ বিশ্বাস, বাপ্পা বিশ্বাস, বিশু হালদার’রা সন্ধ্যের আগে আগে বিকাল সাড়ে চারটে নাগাদ পোড়াডাঙ্গা পাড়ায় এসে বোম মারে। সেই ঘটনারই পুনরাবৃত্তি বলে মনে করছেন এলাকাবাসীরা। এলাকায় চাঞ্চল্য রয়েছে, টহলদারি করছে পুলিশ। এলাকার সকলের দাবি, ওই দুষ্কৃতীরা এর আগেও একাধিক অসামাজিক কাজের সঙ্গে যুক্ত, এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে গেলে অবিলম্বে গ্রেপ্তার করা দরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *