শেষবেলায় বিজেপির ৮০ জন নেতার প্রচার ভবানীপুরে, সঙ্গী ভারত বনধ

রাজেন রায়, কলকাতা, ২৭ সেপ্টেম্বর: পুজোর আগে শেষ নির্বাচনী উত্তাপ। ৩০ সেপ্টেম্বর ভবানীপুরে উপনির্বাচন। আর এদিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় গুলাব। তার আগেই প্রচারে ঘূর্ণিঝড় তুলতে ৮টি ওয়ার্ডে ভবানীপুরে ৮০ জন নেতাকে নামানো হচ্ছে শেষ বেলার প্রচারে।

নিয়ম মতো ভোটের ৪৮ ঘণ্টা আগে প্রচার শেষ। সোমবারই বিকেল ৫টার পর প্রচার শেষ। একদিনে ৮টি ওয়ার্ডে ৮০ জন নেতা প্রচার করবেন গেরুয়া শিবিরের। সোমবারের প্রচারকে দু’ ভাগে ভাগ করা হবে। প্রথমটি সকাল ৮টা থেকে ১১টা। অন্যটি দুপুর ২টো থেকে ৫টা। প্রচারে থাকবেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, অর্জুন সিং, সুভাষ সরকার, রূপা গাঙ্গুলি, স্বপন দাশগুপ্ত, সৌমিত্র খাঁ, অনির্বাণ গঙ্গোপাধ্যায়, ভারতী ঘোষ সহ অনেকে। এ ছাড়া তৃণমূল সিপিএমের প্রচার তো আছেই।

আবার সোমবার সংযুক্ত কিষাণ মোর্চার ডাকে রয়েছে ভারত বনধ। যাকে সমর্থনে পথে নামবে সিটু, আইএসএফ। তাই সব মিলিয়ে সোমবার যে ঘটনাবহুল হতে চলেছে, তা বলাই বাহুল্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *