ভোররাতে প্রয়াত হীরাবেন মোদী, শোকস্তব্ধ প্রধানমন্ত্রী যোগ দিলেন মায়ের শেষকৃত্যে

আমাদের ভারত, ৩০ ডিসেম্বর:
প্রয়াত হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা হীরাবেন। নিজেই টুইট করে সেই খবর জানিয়েছেন প্রধানমন্ত্রী। ভোর সাড়ে তিনটে নাগাদ প্রয়াত হন প্রধানমন্ত্রীর মা। গান্ধী নগরেই হীরাবেন শেষকৃত্য সম্পন্ন হয়।

এর আগে অসুস্থ হয়ে আমেদাবাদের হাসপাতালে ভর্তি হয়েছিলেন হীরাবেন। ১৯২৩ সালের ১৮ই জুন গুজরাটের মাহেসানার বিশনগরে জন্ম হয়েছিল হীরাবেনের। মাতৃহারা হয়ে শোকাতুর প্রধানমন্ত্রী টুইটে লেখেন, “একটি গৌরবময় শতাব্দী ঈশ্বরের পায়ে বিশ্রাম নিল। মায়ের মধ্যে আমি সর্বদা তুই মূর্তিকে অনুভব করেছি। যার মধ্যে একজন তপস্বীর যাত্রা, নিঃস্বার্থ কর্মযোগের প্রতীক এবং মূল্যবোধের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ জীবন।”

মায়ের মৃত্যুর খবর পেয়ে ভোর না হতেই আমেদাবাদে পৌঁছে যান নরেন্দ্র মোদী। শুক্রবার সকালে মায়ের শেষ যাত্রায় যোগ দেন শোকোস্তব্ধ প্রধানমন্ত্রী। গান্ধীনগরের বাড়িতে মায়ের পায়ে মাথা রেখে আবেগে ভেঙে পড়েন ছেলে নরেন্দ্র। প্রথা মেনে হীরাবেনের শেষ যাত্রায় তাঁর দেহ কাঁধে নিয়ে হাঁটলেন প্রধানমন্ত্রী। দীর্ঘক্ষণ দেহের পাশে বসে থাকতে দেখা গেল শোকোস্তব্ধ এক ছেলেকে। সদ্য মাকে হারানো বেদনা যাকে ঘিরে রেখেছে।

অসুস্থ হওয়ায় বুধবারে আমেদাবাদের হাসপাতালে ভর্তি করা হয়েছিল হীরাবেনকে। খবর পেয়ে গুজরাটে ছুটে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার বন্দে ভারত এক্সপ্রেস জোকা মেট্রো সহ একাধিক প্রকল্পের উদ্বোধন কর্মসূচি ছিল প্রধানমন্ত্রীর। চার রাজ্যের মুখ্যমন্ত্রী সঙ্গে জাতীয় গঙ্গা পরিষদের বৈঠকের কথা ছিল। প্রধানমন্ত্রীর মায়ের মৃত্যুর পর সেই সফর বাতিল করা হয়েছে। তবে জানা যাচ্ছে, বাংলা সফর বাতিল হলেও বন্ধ হবে না পূর্ব ঘোষিত কর্মসূচি। ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে ঘোষিত প্রকল্পগুলি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। ভার্চুয়ালি যোগ দেবেন জাতীয় গঙ্গা পরিষদের বৈঠকেও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *