আমাদের ভারত, সৌভিক বন্দ্যোপাধ্যায়, কলকাতা, ২৩ জানুয়ারি: বুধবার গভীর রাতে ফের বিধ্বংসী অগ্নিকান্ড। শীতের গভীর রাত্রিতে আগুনের গ্রাসে নিজেদের সহায়-সম্বল সব হারিয়ে ফেললেন ইএম বাইপাসের ধারে বেদে বস্তির লোকজন। একসঙ্গে ভষ্মিভূত হল ১০ টি ঝুপড়ি। তবে সঠিক সময়ে বুঝতে পেরে বেরিয়ে আসায় কেউ হতাহত হননি।
জানা গিয়েছে, এদিন রাত ১২:৩০টা নাগাদ রুবি মোড়ের কাছে ইএমবাইপাসের ধারে বেদে বস্তিতে বিধ্বংসী আগুন লাগে। এই অগ্নিকাণ্ডের জেরে গোটা এলাকায় তীব্র উত্তেজনা ছড়ায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দমকল দেরিতে আসায় আগুন দ্রুত ছড়িয়ে পড়তে শুরু করে। অনেকে ঘটনাস্থলে পরপর কয়েকটি সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন। এরপর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের দু’টি ইঞ্জিন। প্রায় আধ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে কিভাবে আগুন লাগল সে বিষয়ে এখনও অবধি কিছু জানা যায়নি।