রাতের অন্ধকারে বাড়ির উপরে উলটে গেল বালি বোঝাই ট্রাক, মৃত্যু তিনজনের

আমাদের ভারত, জামালপুর, ৬ নভেম্বর:
নিয়ন্ত্রণ হারিয়ে রাতের অন্ধকারে বাড়ির উপরে উলটে পড়ল ট্রাক। ঘটনায় মা ও তার দুই সন্তানের মৃত্যু হয়েছে। পূর্ব বর্ধমান জেলার জামালপুর এলাকার এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে জামালপুরের মুইদিপুর গ্রামে দামোদরের বাঁধের ধারে বেশকিছু বসতি রয়েছে। রাতের অন্ধকারে দামোদর ও মুন্ডেশ্বরী নদী থেকে অবৈধভাবে বালি তুলে হুগলির চাঁপাডাঙা হয়ে কলকাতায় পাচার করা হয়। ভয়ে গ্রামবাসীরা প্রতিবাদ করতে সাহস করে না। বৃহস্পতিবার রাতে বাঁধের ধারের বাড়িতে প্রশান্ত বাউরির স্ত্রী, ছেলে, মেয়ে খাওয়াদাওয়ার করার পরে শুয়ে পড়ে ছিল। ঘরে টিভি চলছিল। রাত পৌনে নটা নাগাদ প্রশান্ত স্থানীয় দোকানে কিছু কিনতে যান। কয়েক মিনিটের মধ্যেই বিকট শব্দ শুনতে পান। দৌড়ে এসে প্রশান্ত বাউরি দেখেন তাঁর বালি বোঝাই একটা ট্রাক তার বাড়ির উপরে পড়েছে। আওয়াজ শুনে ছুটে আসে স্থানীয় প্রতিবেশীরাও। তারা অন্ধকারেই উদ্ধারকাজে হাত লাগান। কোনও রকমে সন্ধ্যা বাউরিকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠায় তারা। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। পরে রিঙ্কু ও রাহুলকে উদ্ধার করা হয়। ততক্ষণে তাদের শরীরে প্রাণ ছিল না।

পুলিশ জানিয়েছে মৃতেরা হলেন সন্ধ্যা বাউরি (৩০), রিঙ্কু বাউরি (১৪) ও রাহুল বাউরি (১২)। সকলেই জামালপুরের মুইদিপুর গ্রামের বাসিন্দা। উত্তেজিত গ্রামবাসীরা বালি ঘাটের ট্রাক্টর, ট্রাকে আগুন ধরিয়ে দেয়। আগুন ধরিয়ে দেওয়া হয় বালি খাদানের অফিস ঘরেও। খবর পেয়ে ঘটনাস্থলে যায় জামালপুর থানার পুলিশ। গ্রামবাসীরা পুলিশকে গ্রামে ঢুকতে বাধা দেয়। চলে পুলিশকে ঘিরে বিক্ষোভ। এমনকি পুলিশের গাড়িও ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ।
গ্রামবাসীদের অভিযোগ দিনের-পর-দিন অবৈধভাবে শয়ে শয়ে গাড়ি দামোদর ও মুন্ডেশ্বরী নদী থেকে বালি পাচার করছে। কিন্তু প্রশাসন ও নেতাদের মদতে কেউ তাদের বাধা দেয় না। এর ফলে একদিকে যেমন রাস্তাঘাট খারাপ হচ্ছে তেমনি প্রায়দিনই দুর্ঘটনা ঘটে। ফলে অবৈধ খাদান বন্ধ করতে হবে এই দাবি তুলে এদিন তারা পুলিশকে গ্রামে ঢুকতে বাধা দেয়। পুলিশকে ঘিরে চলে বিক্ষোভ। এমনকি পুলিশের গাড়ি ভাঙ্গচুর করা হয় বলে অভিযোগ।

মৃত সন্ধ্যা বাউরির স্বামী প্রশান্ত বাউরি বলেন, মদ্যপ অবস্থায় ড্রাইভার দ্রুত গতিতে গাড়ি নিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাড়ির উপরে উলটে যায়। ঘটনাস্থলেই স্ত্রী ছেলে মেয়ের মৃত্যু হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, বালি বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে বাড়ির উপরে পড়ে যায় ঘটনায় তিন জনের মৃত্যু হয়। আজ দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে দেহ উদ্ধার করতে গিয়ে প্রথমে পুলিশকে প্রতিরোধের মুখে পড়তে হয় পরে গ্রামবাসীদের বুঝিয়ে দেহগুলি উদ্ধার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *