Mamata, Sandeshkhali, Sukanta, আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের পিছনে চোর চোর বলে ধাওয়া করবে বাঙলার মানুষ, সন্দেশখালির ঘটনায় প্রতিক্রিয়া সুকান্তর

আমাদের ভারত, ৮ ফেব্রুয়ারি: লাঠি, বাঁশ হাতে বৃহস্পতিবার সকালে পথে নেমেছেন সন্দেশখালির মহিলারা। পুলিশের কাছে তাদের দাবি স্থানীয় তৃণমূল নেতা শেখ শাহজাহান, ব্লক সভাপতি শিবপ্রসাদ হাজরা ও তার সঙ্গী উত্তম সর্দারকে গ্রেফতার করতে হবে। বিক্ষোভের আগুনে ফুঁসতে থাকা সন্দেশখালি শাহজাহানের নিজস্ব বাহিনীকে তাড়া করে ভাগানোর পর বৃহস্পতিবার সকালে তাদের গ্রেফতারিতে পথে নেমে আসেন এলাকার মহিলারা। এই ঘটনায় প্রতিক্রিয়া দিতে গিয়ে সুকান্ত মজুমদার দাবি করেছেন, এমন দিন দূরে নয়, যখন বাঙলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পেছনেও চোর চোর বলে ধাওয়া করবে।

সুকান্ত মজুমদার বলেন, “নিশ্চয়ই আপনাদের মনে আছে, আমি সন্দেশখালির ন্যেজাট থানাতে গিয়েছিলাম। আমি আগেও বলেছিলাম, এমন দিন আসছে যেদিন সাধারণ মানুষ তৃণমূল কংগ্রেসের নেতাদের চোর চোর বলে পিছু ধাওয়া করবে। দেখুন সেই ভবিষ্যৎবাণী মিলে গেল। আমি আবারও দাবি করছি, আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়কে চোর চোর বলে পিছু ধাওয়া করবে বাংলার মানুষ।” তিনি জানান, “আমি নিজের চোখে দেখেছি মাইলের পর মাইল, একরের পর একর আদিবাসীদের জমি জমি দখল করে কিভাবে ভেড়ি চালায় শাহজাহান এবং অন্যান্যরা। কাগজে-কলমে তারা দেখাচ্ছে লিজ নিয়েছে কিন্তু তারা কোনো আর্থিক সুবিধা ওই আদিবাসীদের দেয় না।” সুকান্ত মজুমদারের পরামর্শ, “তৃণমূল কংগ্রেসের নেতাদের দেখে নেওয়া উচিত। যে ঘটনা আজ সন্দেশখালিতে ঘটেছে আগামী দিনে গোটা রাজ্যে ঘটবে।” সন্দেশখালির মানুষের পাশে বিজেপি আছে ও থাকবে বলেও আশ্বাস দিয়েছেন সুকান্ত মজুমদার।

বৃহস্পতিবার ক্ষোভের আগুনে জ্বলতে জ্বলতে ধৈর্য্যের বাঁধ ভাঙা প্রতিরোধে সন্দেশখালিকে দেখল রাজ্যবাসী। সন্দেশখালি পুলিশের সঙ্গে তুমুল বাক বিতন্ডা হয় স্থানীয় মহিলাদের। শেখ শাহজাহান ও তার ঘনিষ্ঠ তৃণমূল নেতা উত্তম সর্দার, শিবু হাজরাকে গ্রেফতারের দাবিতে এরকম মহিলা অভ্যুত্থান দেখলো সন্দেশখালি। লাঠি, ঝাটা, বাঁশ হাতে থানায় এসে একরকম বড় বিক্ষোভে শামিল হয় একাধিক গ্রামের মহিলারা। জানাগেছে, বিক্ষোভে রয়েছেন তৃণমূল সমর্থকদের একটা বড় অংশ। গতকাল গ্রামবাসীদের প্রতিরোধে পিছু হটতে বাধ্য হয় শেখ শাহাজান বাহিনী। স্থানীয়দের চাষের জমি, সেচ খাল দখল করে একের পর এক ভেড়ি করেছে শাহজাহান। বিনিময়ে কিছুই মেলেনি। একদিকে জমি হাতছাড়া হয়েছে তাদের, তার উপর চলেছে নানা জোর জুলুম বলে অভিযোগ গ্রামবাসীদের। শেখ শাহজাহান ঘনিষ্ঠ শিবু হাজরার পোল্ট্রি ফার্মে আগুন ধরিয়েছে বিক্ষোভকারীরা। ভাঙ্গচুর চালিয়েছে শেখ শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতা উত্তম সরদারের বাড়িতেও। এরপর আজ পুলিশের মুখোমুখি হয় তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *