নীল বনিক, আমাদের ভারত, ১৯ ডিসেম্বর: সংশোধিত নাগরিকত্ব আইনের সমর্থনে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে দিয়ে রাজ্যে প্রচারের তোড়জোড় শুরু রাজ্য বিজেপির। মুলধিধর সেন লেনের ম্যানেজাররা চাইছেন নতুন বছরের শুরুতেই রাজ্যে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে দিয়ে দুটি সভা করাতে। তারজন্য দিল্লিকে এব্যাপারে জানিয়েছেন রাজ্য বিজেপি নেতৃত্ব। এমনকি প্রধানমন্ত্রীর দফতরে সময় চেয়েছেন মুরলিধর সেন লেনের নেতারা।
প্রসঙ্গত, সংসদের দুই কক্ষে নাগরিক বিল পাশ হবার পরেই বিলের বিরোধীতায় নেমেছে তৃণমূল। আর এই বিল আইনে রূপান্তরিত হবার পরে কেন্দ্রের বিরুদ্ধে প্রতিদিন রাস্তায় নামছে তৃণমূল। এমনকি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সংশোধিত নাগরিক বিল প্রত্যাহারের দাবিতে রাস্তায় নেমেছেন। তাই এবার তৃণমূলকে পাল্টা কাউন্টার দিতে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে দিয়ে দুটি সভা করার কথা ভাবছে রাজ্য বিজেপি। দলের দুইমুখকে সামনে রেখেই তৃণমূলকে সংশোধিত নাগরিক বিল নিয়ে পাল্টা আক্রমনের রাস্তায় নামছেন বিজেপি নেতারা।
যদিও তৃণমূলকে সংশোধিত নাগরিক আইন নিয়ে পাল্টা সারারাজ্য জুড়ে কাউন্টার দিচ্ছে বিজেপি। স্থানীয় স্তরে রাজ্য নেতাদের নিয়ে প্রতিদিন মিটিং মিছিল করছে পদ্ম শিবির। দিলীপ ঘোষ, মুকুল রায়রা সংশোধিত নাগরিক বিলের সমর্থনে মিছিল করছেন। পাশাপাশি এবার প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর মতো দলের দুই হেভিওয়েট মুখকে এরাজ্যে প্রচারে নিয়ে আসার পরিকল্পনা শুরু করছেন দিলীপ ঘোষ, মুকুল রায়রা।