আমাদের ভারত, উত্তর ২৪ পরগনা, ২৪ অক্টোবর:
সমস্ত বিধি-নিষেধ মেনে অশোকনগর শেরপুর চার এর পল্লী দুর্গোৎসব কমিটির উদ্যোগে ৬৫ তম বর্ষে শনিবার মায়ের অষ্টমী পুজোর আয়োজনে কোনও রকম খামতি রাখেনি পুজো কমিটি।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া পুজোর সমস্ত গাইডলাইনের মান্যতা দিয়ে প্রথমে পুজো মণ্ডপের মাঠে প্রবেশের আগেই সামাজিক দুরত্ব বজায় রেখে লম্বা লাইনে দাঁড়িয়ে একে একে স্যানেটাইজার মেসিনের মধ্য দিয়ে প্রবেশ করে খোলা মাঠে দুরত্ব বজায় রেখে টেবিলে উপর স্যানেটাজ করে রাখা ফুলের ডালা থেকে ফুল নিয়ে মন্দিরের ১০ মিটার দুরত্বে ফাঁকা মাঠে তিন ফুট দুরত্ব বজায় রেখে সকলে হাতে হ্যান্ডস্যানেটাইজ ব্যবহার এবং মুখে মাস্ক ব্যবহার করে মায়ের অষ্টমী পুজোর অংশগ্রহণ করেন স্থানীয় মা বোনেরা।
পুজোর শেষে মন্দিরের পাশে রাখা একটি ডালায় অঞ্জলির পুজোর ফুল রেখে একে একে সকলে বাড়িতে ফিরে যান।পরবর্তীতে পুরোহিত অঞ্জলি দেওয়া ফুল বেলপাতা মায়ের পায়ে রাখেন। তবে প্রতিবছর এই পুজো মণ্ডপে ধুমধাম করে অঞ্জলি দেওয়ার ব্যবস্থা পাশাপাশি কুমারী পূজারও আয়োজন করা হয়। তবে এবছর করোনা পরিস্থিতিতে সমস্ত বিধিনিষেধ মাথায় রেখে পুজো কমিটি কুমারী পুজো বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন। এদিন অঞ্জলি দিতে আসা সকলেই জানিয়েছেন, ভেবেছিলেন এবছর অঞ্জলি দেয়া হবে না তবে উদ্যোক্তাদের এই অভিনব চিন্তাভাবনার কারণেই আজ তারা অঞ্জলি দিতে পেরেছেন। অঞ্জলি দিতে পেরে খুশি মা-বোনেরা। তারা সকলেই অভিনব উদ্যোগকে স্বাগত জানিয়েছে। বিধি-নিষেধের কোনওরকম খামতি রাখেননি বলে জানিয়েছেন পুজো কমিটির উদ্যোক্তারা।