স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ৩০ জুলাই:
পরিযায়ী শ্রমিকদের জব কার্ড দিয়ে তাদের গ্রামে গ্রামে কাজের ব্যবস্থার দাবিতে বৃহস্পতিবার কালীগঞ্জে নদিয়া জেলার সিটুর পক্ষ থেকে কালিগঞ্জ বিডিও এবং শ্রম দপ্তরের আধিকারিককে ডেপুটেশন দেওয়া হয়। পাশাপাশি নদিয়া সিটুর পক্ষ থেকে পরিযায়ী শ্রমিকদের উপযুক্ত খাদ্যের ব্যবস্থা এবং মুখ্যমন্ত্রীর পূর্বঘোষিত পরিযায়ী শ্রমিকদের প্রত্যেককে এক লক্ষ টাকা দেবার দাবিতে তারা আজ বিক্ষোভ প্রদর্শন করেন। উপস্থিত ছিলেন সিটুর নদিয়া জেলা সম্পাদক এম সাদি, সিপিএম নেতা দেবাশিষ আচার্য, জিন্নাত আলি, যুব নেতা মোস্তাকিম সেখ, রওসান আলম ও অন্যান্য নেতৃত্ববৃন্দ।


