শান্তিপুরে বহিরাগত ভোটারকে হাতেনাতে ধরলেন বাম প্রার্থী তানিয়া মুখার্জি

আমাদের ভারত, নদীয়া, ২৭ ফেব্রুয়ারি: শান্তিপুর পৌরসভার আট নম্বর ওয়ার্ডের ১২৭ নম্বর বুথে বহিরাগতদের এসে ভোট দেয়ার চেষ্টার অভিযোগ। হাতেনাতে ধরে ফেলে ওই ওয়ার্ডের বাম প্রার্থী তানিয়া মুখার্জি।

যদিও ক্যামেরা দেখে অভিযুক্ত যুবকের বক্তব্য, সে তার দাদুর ভোট দিতে এসেছে। এর পর তাকে প্রশ্ন করতেই বুথ ছেড়ে পালিয়ে যায় ওই যুবক। তানিয়া মুখার্জির অভিযোগ, প্রথম থেকেই শাসকদল সবকিছু চাপা দেওয়ার চেষ্টা করছে। বুথের ভেতর পরিচয় পত্র ছাড়াই একাধিক ব্যক্তি প্রবেশ করছে। তাই প্রশাসনের ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন। কিভাবে পরিচয় পত্র ছাড়া বুথের ভেতর প্রবেশ করছেন তা নিয়ে কোনো সদুত্তর দিতে পারেনি দায়িত্বে থাকা প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *