অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ৩ জানুয়ারি: সরস্বতী পুজো উপলক্ষে কলকাতা বিশ্ববিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদের এবছরের থিম ছিল “নো এনআরসি নো সিএএ” এর প্রচার। রাজ্যের অনেক জায়গায় পক্ষে বিপক্ষে এই প্রচার দেখাগেছে। এবার প্রতিমা বিসর্জনেও ঠিক একই চিত্র ধরা পড়ল জঙ্গলমহলের ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুরে।
সরস্বতী পুজোর পঞ্চম দিন রবিবার বিসর্জন দেওয়া হল গোপীবল্লভপুর দক্ষিণপাড়া ইয়ংস্টার ক্লাবের সরস্বতী প্রতিমা। আর এই বিসর্জনে দিন “নো এন আরসির নো সিএএ” এর প্রচার করতে দেখা গেল প্ল্যাকার্ড ও ব্যানারে মধ্য দিয়ে। এদিন দক্ষিণপাড়া থেকে ডিজে বাজিয়ে ভাসান নৃত্যের মধ্য দিয়ে গোপীবল্লভপুর শহরের মন্দির রোড হয়ে চেকপোস্ট দিয়ে পেট্রোল পাম্পের কাছ দিয়ে হাতিবাড়ি মোড় হয়ে বর্গীডাঙ্গা কলেজ মোড়ের পর্যন্ত শোভাযাত্রা করে। পরে বর্গীডাঙ্গা কলেজ রোডে লাগোয়া পুকুরে সরস্বতী প্রতিমা বিসর্জন দেওয়া হয়।