সাঁকরাইলে বিজেপি ছেড়ে তৃণমূলের যোগদান

অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ১৯নভেম্বর:
ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের ছত্রী অঞ্চলের সাতভান্ডারী, কাশিডাঙ্গা, কদমডিহা বুথ তৃণমূলের পক্ষ থেকে অনুষ্ঠিত হল সম্বর্ধনা সভা। আর সেই সম্বর্ধনা অনুষ্ঠান সফল করতে ছত্রী অঞ্চলের বড়তলা থেকে তলবণ্যা পর্যন্ত প্রায় ২ কিলোমিটার মিছিল করল তৃণমূল। মিছিলের শেষে তলবন্যা তে সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। সেই সংবর্ধনা সভায় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করল রোহিনী মণ্ডলের বনপুরা বুথের সাধারণ সম্পাদক অরুন মাহাতো সহ ৫০ টি পরিবার, এমনটাই দাবি ব্লক তৃণমূলের।

এদিন তাদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দিলেন সাঁকরাইল ব্লক তৃণমূলের সভাপতি কমলকান্ত রাউত। এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যে তৃণমূলের এস টি সেলের সভাপতি রবীন টুডু, জেলা কমিটির সদস্য ভাগবত মান্না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *