পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৭ মে: অজিত মাইতির বক্তব্যের পাল্টা জবাব দিল এবার কুড়মিরা। জেলা তৃণমূলের কো-অর্ডিনেটর অজিত মাইতির কুশপুতুল দাহ করা হলো লালগড়ে।
প্রসঙ্গত উল্লেখ্য, শনিবার মেদিনীপুরে তৃণমূলের এক সভায় কুড়মিদের খলিস্থানি বলে কটাক্ষ করেছিলেন অজিত মাইতি। তিনি বলেন, “কুড়মি নেতারা খলিস্তানিদের মতো আচরণ করছে।” আর এর পরেই তৃণমূলকে বয়কটের ডাক দেয় কুড়মিরা।
শুধু এখানেই শেষ নয়, রবিবার বিকেলে তৃণমূল বিধায়ক অজিত মাইতির কুশপুতুল দাহ করলো কুড়মিরা। তৃণমূল বিধায়ক তথা পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল কো-অর্ডিনেটরের কুশপুতুল দাহ করা হয় ঝাড়গ্রাম জেলার শিলদাতে। অবিলম্বে ক্ষমা চাইতে হবে অজিত মাইতিকে, এই দাবিতে বিক্ষোভও দেখান কুড়মি সমাজের সদস্যরা।