আমাদের ভারত, ২০ জুন: এবার রাজ্যসভাতেও কংগ্রেসকে ছাড়িয়ে অনেক বেশি আসনে এগিয়ে গেল বিজেপি। রাজ্যসভা ভোটের ফলাফল ঘোষণা হয়েছে শুক্রবার বিকেলে। সংসদের উচ্চকক্ষে পদ্ম শিবিরের সদস্য সংখ্যা এখন ৮৬। সেখানে কংগ্রেসের সাংসদের সংখ্যা নেমে দাঁড়িয়েছে ৪১-এ।
রাজ্যসভার মোট আসন সংখ্যা ২৪৫। তার মধ্যে ১০০ কাছাকাছি আসন রয়েছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএর কাছে। এছাড়া বিজেপি ঘনিষ্ঠ আইডিএম কে নয়টি, বিজেডির নয়টি, ওয়াই এস আর কংগ্রেসের ছয়টি। এছাড়াও অন্যান্য ছোট আঞ্চলিক দলের সদস্যদের সংসদের উচ্চকক্ষে আসনগুলি জুড়লে বিজেপি এখন রাজ্যসভাতেও একরকম অপ্রতিরোধ্য হয়ে উঠতে পারে য সংখ্যার লড়াইয়ে।
একিধিক দলত্যাগুদের নিজেদের দলছ টেনে নিজের শক্তি বাড়িয়ে ফেলেছে পদ্মশিবির। রাজ্যসভায় একটা সময় সংখ্যালঘু হওয়ার কারণে বহুবার বিল পাশ করাতে পারেনি মোদী সরকার। কিন্তু এবার যা পরিস্থিতি দাঁড়ালো সংসদের উভয় কক্ষেই অপ্রতিরোধ্য হয়ে গেল বিজেপি।

