স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ১৬ নভেম্বর: বোনেদের সন্মান রক্ষা আর ভাইয়েদের দীর্ঘায়ু সুস্থ জীবন কামনা করে গণভাইফোঁটার আয়োজন করল উত্তর দিনাজপুর জেলা বিজেপি মহিলা মোর্চা। রায়গঞ্জ শহরের মহাত্মা গান্ধী রোডে বিজেপির জেলা কার্যালয়ে মহিলা মোর্চার সদস্যারা বিজেপির কার্যকর্তা দাদা ভাইদের ফোঁটা দিলেন। বিজেপির জেলা কার্যালয়ে গণভাইফোঁটা উৎসবকে ঘিরে আনন্দঘন পরিবেশ হয়ে ওঠে।
আজ ভাতৃদ্বিতীয়া বা ভাইফোঁটা। প্রত্যেক দিদি আর বোনেরা তাদের ভাই ও দাদাদের কপালে চন্দনের ফোঁটা এঁকে দিয়ে যমের দুয়ারে কাঁটা দেয়। বাঙালীর পবিত্র এই উৎসবে আনন্দে মেতে ওঠে ভাই ও বোনেরা। রাজ্যজুড়ে বোনেদের উপর যে ধর্ষণ অত্যাচার উৎপীড়ন হচ্ছে সেই পরিস্থিতি থেকে বোনেদের রক্ষা করার শপথ নিতে এবং রাজনৈতিক হানাহানি ও সংঘর্ষে বহু দাদা ও ভাইয়ের প্রাণ চলে যাচ্ছে, তাদের দীর্ঘায়ু কামনার লক্ষ্যে দলীয় কার্যালয়ে গণভাইফোঁটার আয়োজন করা হয়েছিল।
একসাথে সকল দাদা ভাইদের ফোঁটা দিতে পেরে খুশী মহিলা মোর্চার নেত্রী শিবানী মজুমদার। ভাইফোঁটার মাধ্যমে বোনেদের সন্মান রক্ষা করার শপথ নেওয়া হল বলে জানালেন বিজেপির জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী।