স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ৬ ফেব্রুয়ারি: রায়গঞ্জ শহরের একটি কাপড়ের দোকানে আগুন লেগে যাওয়ায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের মোহনবাটি এলাকায়। সোমবার সকালে স্থানীয় বাসিন্দারা ওই কাপড়ের দোকানের আগুন দেখতে পায়। এই আগুন লাগানোর ঘটনাটি ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে রায়গঞ্জ থানার পুলিশ ও দমকলের দুটি ইঞ্জিন। এই ঘটনায় এনএস রোড়ে ব্যাপক যানযটের সৃষ্টি হয়। প্রায় এক ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কি কারণে ওই দোকানে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।