স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ২৭ নভেম্বর: রাজ্য কৃষি দপ্তরের উদ্যোগে রায়গঞ্জের উদয়পুরে অবস্থিত কিষান মান্ডিতে আজ কৃষকদের বিতরণ করা হল অত্যাধুনিক কৃষি যন্ত্রপাতি। এদিনের এই কৃষি যন্ত্রপাতি বিলি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি ছিতা টুডু, সহ সভাপতি মানস ঘোষ সহ জেলা কৃষি দপ্তরের আধিকারিকরা। উদয়পুরের কিষান মান্ডিতে এদিন ১৫০ জন কৃষকের হাতে অত্যাধুনিক কৃষি যন্ত্রপাতি তুলে দেওয়া হয়।
অনেক কৃষকই আছেন যাদের জমি আছে অথচ তাঁরা প্রয়োজনীয় কৃষি যন্ত্রপাতির অভাবে চাষাবাদ করতে পারেন না। তাই কৃষকরা যাতে সহজেই অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে ঘুরে দাঁড়াতে পারেন, সেকারনে এবং কৃষকদের বার্ষিক আয় বৃদ্ধি করার লক্ষ্যে ১৫০ জন কৃষকের হাতে তুলে দেওয়া হল অত্যাধুনিক কৃষি যন্ত্রপাতি। রায়গঞ্জ পঞ্চায়েত সমিতি সহ সভাপতি মানস ঘোষ বলেন, রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় কৃষকের মুখে হাসি ফোটাতে বদ্ধপরিকর। তাই কৃষকরা যাতে সহজেই অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে উঠতে পারে সেকারনেই এই কর্মসূচি গ্রহন করা হয়েছে। রাজ্য সরকারের কাছ থেকে কৃষি যন্ত্রপাতি পেয়ে খুশী জেলার কৃষকেরা।