সাথী প্রামানিক, পুরুলিয়া, ৬ এপ্রিল: পুরুলিয়া স্টেশনে পণ্য ছাউনির ৩০০ দুঃস্থ ও দরিদ্রের হাতে খাদ্য সামগ্রী তুলে দিল আরপিএফ। আজ স্টেশনের ওই পণ্য ছাউনিতে শৃঙ্খলা মেনে সময়োপযোগী ওই খাদ্য দ্রব্য চাল, ডাল, আলু, পিঁয়াজ নিলেন প্রাপকরা। প্রাপ্যদের মধ্যে শিশু, মহিলাদের সংখ্যাও ছিল যথেষ্ট। প্রথম দিকে সামাজিক দূরত্ব বজায় রাখতে যথেষ্ট বেগ পেতে হয় আরপিএফ -কে।
অন্যদিকে, আনারা রেল স্টেশনে স্থানীয় আরপিএফ এর উদ্যোগে রেশন দ্রব্য প্রদান করা হয় ১৫০ পরিবারকে। ওই সময় উপস্থিত ছিলেন দক্ষিণ পূর্ব রেলের আদ্রা ডিভিশনের অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি কমিশনার শৈলেশ চন্দ্রা।