পুরুলিয়ায় মাধ্যমিকে এবার ছাপিয়ে গেল মেয়েরা

সাথী দাস, পুরুলিয়া, ৫ মার্চ: ‘কন্যাশ্রী’র সাফল্য নাকি করোনাকালে ছেলেদের স্কুল ছুটের সংখ্যা বেড়েছে! এই কৌতূহল জাগিয়ে এবার পুরুলিয়া জেলায় মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। 

জেলা শিক্ষা দফতরের সূত্র অনুযায়ী 
মাধ্যমিকে পুরুলিয়ায় জেলায় এবার ছেলেদের তুলনায় মেয়েদের সংখ্যা অনেকটায় বেশি। জেলায় মোট পরীক্ষার্থী যেখানে ৫৫৭০০ জন, সেখানে মেয়েদের সংখ্যা ৩০০৬৬ জন। ছাত্র সংখ্যার নিরিখে ৪৪৩২ জন ছাত্রী বেশি পরীক্ষার্থী এবার পরীক্ষায় বসছে। জেলায় সাক্ষরতার হার বাড়লেও ছেলেদের উচ্চ শিক্ষার হার কিন্তু যে তিমিরে ছিল সেই তিমিরেই রয়ে গিয়েছে। অন্তত পরিসংখ্যান তাই বলছে। কন্যাশ্রী প্রকল্পের জন্য মেয়েদের শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার প্রবণতা বাড়িয়েছে এটা স্বীকার করছে জেলার শিক্ষা মহল। তবে, ছেলেদের হার কমার সঠিক কারণ এখনও বুঝে উঠতে পারেনি শিক্ষা দফতর।

পুরুলিয়ায় একনজরে মাধ্যমিক পরীক্ষা-২০২২
পরীক্ষা চলবে: ৭ মার্চ থেকে ১৬ মার্চ।
সময়- ১১.৪৫ থেকে দুপুর ৩ টা পর্যন্ত। তার মধ্যে প্রশ্নপত্র পড়ার জন্য প্রথম ১৫ মিনিট বরাদ্দ৷

১)মোট পরীক্ষার্থী: -৫৫৭০০
উল্লেখ্য যে এর মধ্যে নিয়মিত বা রেগুলার পরীক্ষার্থীর সংখ্যা – ৫৪৮১৪
২)মোট ছাত্র- ২৫৬৩৪ জন
৩)মোট ছাত্রী- ৩০০৬৬ জন
৪)ছাত্রের চেয়ে ৪৪৩২ জন ছাত্রী বেশি৷

৫)পরীক্ষাকেন্দ্র- ১৬০ টি,
যার মধ্যে মূল কেন্দ্র- ৫৩টি ও অতিরিক্ত কেন্দ্র- ১০৭ টি।
…..
পরীক্ষা কেন্দ্রের সার্বিক দায়িত্বে থাকবেন সেন্টার ইন-চার্জ। সেই দায়িত্বে মুলত সার্কেল এর স্কুল ইন্সপেক্টররা আছেন। অতিরিক্ত কেন্দ্রে ক্ষেত্রে ব্লক প্রশাসনের লাইন ডিপার্টমেন্ট এর বিভিন্ন আধিকারিকদের দায়িত্ব দেওয়া হয়েছে।

বিশেষ কয়েকটি দিক-
১)পরীক্ষার্থীর সাথে অভিভাবক শুধুমাত্র প্রথমদিনই কেন্দ্রে ঢুকতে পারবেন, দ্বিতীয় দিন থেকে অভিভাবকদের প্রবেশ নিষিদ্ধ।*

২)মোবাইল ফোন, স্মার্ট ঘড়ি ইত্যাদি বৈদ্যুতিন যন্ত্রপাতি নিয়ে কোনও পরীক্ষার্থী ঢুকতে পারবেন না।*

৩)পরীক্ষকেন্দ্রের নজরদারির দায়িত্বে থাকা শিক্ষক-শিক্ষিকারাও মোবাইল সাথে নিয়ে আসতে পারবেন না। পরীক্ষা পরিচালনার কাজে জড়িত আধিকারিক, পর্ষদ প্রতিনিধি ছাড়া বাকি সবার ক্ষেত্রে মোবাইল ফোন ব্যবহার কঠোর ভাবে নিষিদ্ধ।
৪)খুব জরুরি কারণ ছাড়া শিক্ষক-শিক্ষিকাদের ছুটি এখন বাতিল করা হয়েছে বলে পর্ষদ সূত্রে জানাগেছে।

৫) প্রতিটি পরীক্ষা কেন্দ্রেই স্বাস্থ্য দফতরের মেডিক্যাল টিম থাকবে।

৬) পরীক্ষার দিনগুলোতে যানজট যাতে না হয়, তা দেখার জন্য জেলা পুলিশের ট্রাফিক বিভাগকে বলা হয়েছে।

৭)পরীক্ষা পরিচালনায় জেলার দায়িত্বে রয়েছেন- জেলা আহবায়ক সত্যকিংকর মাহাত।

৮)জেলা মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শক এর অফিসে খোলা হয়েছে কন্ট্রোল রুম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *