স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ৩১ মার্চ: পথ অবরোধ করে বিক্ষোভ জাতীয় কংগ্রেসের। রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজের প্রতিবাদে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে সকাল থেকেই পথে নামলো কংগ্রেস কর্মীরা। এদিন কল্যাণী বিধান সভার গয়েশপুর চেকপোস্টে প্রতিবাদ সভা করে এবং পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় কংগ্রেস কর্মীরা।
বেশ কিছু সময় পর অবরোধের খবর পেয়ে পুলিশ ছুটে আসে এবং পুলিশের সাথে আলোচনা করে বিক্ষোভ তুলে নেয় কংগ্রেস কর্মীরা।

এই রাস্তা খুবই গুরুত্বপূর্ণ, কারণ কল্যাণী শহর, গয়েশপুর ও সগুনা অঞ্চলে প্রবেশের মূল রাস্তা। এই বিক্ষোভে কংগ্রেস কর্মী সহ কংগ্রেস নেতৃত্বরা উপস্থিত ছিলেন। কংগ্রেস নেতৃত্বরা জানায় তারা আগামী দিনে আরোও বৃহত্তর আন্দোলনে নামবে কেন্দ্রের বিরুদ্ধে।


