আমাদের ভারত, ৩০ জানুয়ারি: মহাকুম্ভে গিয়েছিলেন মেয়ে-জামাইয়ের সঙ্গে। পুণ্যস্নানের পর ফেরার কথা ছিল। কিন্তু আর ফেরা হল না মেদিনীপুরের বৃদ্ধার! অপূর্ণ রয়ে গেল পুণ্যস্নানের সাধও।
পরিবারের দাবি, মহাকুম্ভে পদপিষ্ট হয়েই মৃত্যু হয়েছে পশ্চিম মেদিনীপুরের শালবনি থানার গোদাপিয়াশাল কাছারি রোডের বাসিন্দা ওই বৃদ্ধার। মৃতার নাম ঊর্মিলা ভুঁইঞা (৭৮)। চলতি সপ্তাহেই খড়্গপুর নিবাসী মেয়ে-জামাইয়ের সঙ্গে প্রয়াগরাজের উদ্দেশে পাড়ি দিয়েছিলেন ঊর্মিলাদেবী। কুম্ভমেলায় পৌঁছেও গিয়েছিলেন। কিন্তু পুণ্যস্নানের আগেই বুধবার ভোরে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় তাঁর। প্রয়াগরাজের মতিলাল নেহেরু মেডিক্যাল কলেজের মর্গে গিয়ে তাঁর দেহ শনাক্ত করেছেন পরিবারের সদস্যরা।
উত্তরপ্রদেশ সরকারের সহযোগিতায় বৃহস্পতিবার অ্যাম্বুলেন্সে করে তাঁর দেহ আনা হচ্ছে খড়্গপুর শহরে। সেখান থেকে শালবনির বাড়িতে নিয়ে যাওয়া হবে দেহ।