সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ৬ সেপ্টেম্বর: পুলিশের তৎপরতায় চুরি যাওয়া ট্রাক্টরের ট্রলার উদ্ধার হল। চুরির অভিযোগে বারিকুল থানার পুলিশ তিনজনকে গ্ৰেপ্তার করে।আজ ধৃতদের খাতড়া আদালতে পেশ করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গত তিন দিন আগে বারিকুলের নারায়ণপুরের কালিপদ সেনাপতির ট্রাক্টরের ট্রলিটি চুরি যায়।এই মর্মে কালিপদ বাবু বারিকূল থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে বারিকূল থানার পুলিশ তদন্তে নামে। গোপনসূত্রে অভিযান চালিয়ে চুরি যাওয়া ট্রলিটি উদ্বার করে। এই ঘটনায় যুক্ত থাকার দায়ে তিনজনকে গ্ৰেপ্তার করে পুলিশ।

