আমাদের ভারত, ২৪ আগস্ট: তুরস্ক গির্জা ভেঙে মসজিদে রূপান্তর করেছে। আর তুরস্কের অন্যতম বন্ধু পাকিস্তানের অভ্যন্তরে ধীরে ধীরে সরিয়ে দেওয়া হচ্ছে সে দেশের হিন্দু ও অন্যান্য সংখ্যলঘুসম্প্রদায়ের ঐতিহ্য সমূহ। লকডাউনের সুযোগ নিয়ে সম্প্রতি পাকিস্তানের করাচি শহরের লিয়ারে একটি প্রাচীন হনুমান মন্দির ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে। তবে শুধু হনুমানজির মন্দিরই নয়, মন্দিরের কাছাকাছি বসবাসকারী প্রায় কুড়িটি হিন্দু পরিবারের ঘরবাড়িও ভেঙ্গে দেওয়া হয়েছে বলে অভিযোগ। পাক সংবাদমাধ্যমগুলোকে হিন্দুরা জানিয়েছে একজন নির্মাতা ওই মন্দিরে চারপাশের জমি কিনে সেখানে আবাসন বানাতে চেয়েছিলেন। কিন্তু তিনি হিন্দুদের প্রতিশ্রুতি দিয়েছিলেন হনুমান মন্দিরটি সেখানেই থাকবে। আবাসনের কাজ হলেও মন্দিরে স্পর্শ করা হবে না। কিন্তু করোনার মত মহামারীর পরিস্থিতিতে লকডাউন চলাকালীন ওই নির্মাতা বুলডোজার দিয়ে মন্দির ও তার আশেপাশের হিন্দু পরিবারগুলোর ঘরবাড়ি সব ভেঙ্গে দিয়েছে বলে অভিযোগ।
ঘটনায় স্থানীয় হিন্দুরা ওই ধ্বংসস্তূপ মন্দিরের পাশে জড়ো হয়ে প্রতিবাদ জানাতে থাকেন। তারপরই প্রশাসনের তরফে নির্মাণ কাজ বন্ধ করে দেওয়া হয়। পুলিশ এলাকাটি সিল করে দিয়েছে। নির্মাতার বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে বলেও জানানো হয়েছে। জানা গেছে, ওই অঞ্চলে এর আগেও দুটি মন্দির ভেঙ্গে ফেলা হয়েছে।

