বনগাঁয় ভোটারদের চাহিদা বুঝতে ‘লক্ষ্য সোনার বাংলা’ কর্মসূচিতে নামল বিজেপি

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১৮ জানুয়ারি: দুয়ারে সরকার’ বা ‘পাড়ায় পাড়ায় সমাধান’ কর্মসূচির মাধ্যম যেভাবে মানুষের কাছে পৌছতে তৎপর শাসক শিবির। ঠিক তেমনই রাজ্যবাসীর সঙ্গে নিবিড় সম্পর্ক স্থাপন করে তাঁদের চাহিদা বুঝতে পাল্টা কর্মসূচিতে পথে নামল বিজেপি। পুরো জানুয়ারি মাসজুড়ে উত্তর ২৪ পরগনার বনগাঁ উত্তর ও দক্ষিণ বিধানসভা কেন্দ্রে চলবে ‘লক্ষ্য সোনার বাংলা’ কর্মসূচি।

সোনার বাংলা গড়ার ডাক দিয়েছিলেন অমিত শাহ। ৫ বছর সময় দিলেই হবে প্রতিশ্রতিপূরণ। কিন্তু কীভাবে হবে সোনার বাংলা? ‘লক্ষ্য সোনার বাংলা’ কর্মসূচির মাধ্যমে দীর্ঘমেয়াদী পরিকল্পনা তৈরি করেই লক্ষ্যপূরণের কথা ভাবছে পদ্ম বাহিনী। স্থির হয়েছে ৫০ জনের দল গঠন করে রাজ্যজুড়ে ১০টি বিষয়ের উপর প্রচার চালানো কাজ শুরু হয়েছে। যে ১০টি বিষয় নিয়ে লক্ষ্য সোনার বাংলা কর্মসূচি হবে সেগুলো হল সুশাসন, অর্থনীতি, দারিদ্র, কৃষকদের উন্নয়ন, পরিকাঠামো, যুব সমাজের কর্ম সংস্থান, নারী নিরাপত্তা, সবকা সাথ সবকা বিকাশ, সাংস্কৃতিক উত্তরণ ও শিক্ষার নতুন দিশা।

নীতির রাজনীতি বাদ দিয়ে গঠনমূলর কাজের মাধ্যমেই ভোটারদের বার্তা দিতে মরিয়া বিজেপি। নতুন কর্মসূচি সম্পর্কে পদ্ম শিবিরের নেতা স্বপন মজুমদার ও শোভন বৈদ্য জানিয়েছেন, ‘বিভিন্ন শ্রেণির মানুষের কাছে যাচ্ছি। তাঁদের সার্বিক উন্নয়নের জন্য আমরা কী ভাবছি সেটা তুলে ধরছি। এর পাশাপাশি আমরাও তাঁদের ভাবনা জানার চেষ্টা করছি।

নাম না করে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেন বিজেপি নেতা স্বপনবাবু বলেন, ‘নিজেরা দাবি করলেই এক নম্বর হওয়া যায় না। পরিকল্পনা আর পরিশ্রম প্রয়োজন। অন্যরা যখন নাম্বার ওয়ানের স্বীকৃতি দেয় সেটাই আসল। আমরা এই রাজ্যকে সেই সোনার বাংলাই বানাতে চাই।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *