জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১৪ নভেম্বর: স্বাধীনতার ৭৫ তম বর্ষ উপলক্ষ্যে আজাদী-কা- অমৃত-মহোৎসবের সমাপ্তিতে “আইন জানব, নির্ভয়ে বাঁচবো” এই লক্ষ্যে সাধারণ মানুষের মধ্যে আইনি সচেতনতা বৃদ্ধির জন্য জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ আজ মেদিনীপুরে শিশুদিবসে শিশুদের উপর যৌন নির্যাতন রোধ করা এবং শিশুদের অধিকার সম্পর্কে একটি আলোচনা সভার আয়োজন করে। সভায় পশ্চিম মেদিনীপুরের জেলা বিচারক সৌমেন্দ্রনাথ দাস শিশুদের আইনি অধিকার বিষয়ে বিস্তারিত জানান।

পরে জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব বিচারক সম্রাট রায় জানান, গত ২ অক্টোবর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত, দেড় মাস ধরে আইন সম্পর্কিত বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জেলাজুড়ে আইনি সচেতনতা বাড়ানোর কাজ করেছেন। এর দ্বারা মানুষের মধ্যে আইন সম্পর্কে সচেতনতা বাড়ানোর চেষ্টা করা হয়েছে।


