চক দে ইন্ডিয়া! ৪১ বছর পর অলিম্পিকে হকিতে মনপ্রীতদের হাত ধরে পদক এলো ভারতে

আমাদের ভারত, ৫ আগস্ট: অলিম্পিকে হকিতে জার্মানিকে ৫-৪ গোলে হারাল ভারতীয় দল। দীর্ঘ ৪১ বছর পর মনপ্রীতদের হাত ধরে হকিতে পদক এলো ভারতে। শেষ মুহূর্ত পর্যন্ত রুদ্ধশ্বাস খেলায় জয় ছিনিয়ে নেয় ভারত। স্বভাবতই “চক দে ইন্ডিয়া”। দুর্দান্ত জয়ের পর ব্রোঞ্জ পদক কোভিড যোদ্ধাদের উৎসর্গ করেন দলের অধিনায়ক মনপ্রীত সিং।

৪১ বছর পর হকিতে দেশকে পদক এনে দিল মনপ্রীত সিং-রা। টানটান উত্তেজনার ম্যাচে বৃহস্পতিবার জার্মানিকে ৫-৪ গোলে হারিয়ে দেয় ভারতীয় দল। প্রথম দুই কোয়ার্টারে ভারতের ওপর চাপ বজায় রেখেছিল জার্মানরা। একসময় ৩-১ গোলে এগিয়ে ছিল তারা। কিন্তু দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় ভারত। শেষ পর্যন্ত ৫-৪ গোলে জিতে যায় ভারত।

১৯৮০ সালে শেষবার অলিম্পিকে হকিতে পোডিয়ামে উঠেছিল ভারত। এরপর গত ৪১ বছরে কোনও পদক জোটেনি ভারতের। এবার ব্রোঞ্জ হলেও মনপ্রীতদের হাত ধরে শেষ পর্যন্ত বহু কাঙ্ক্ষিত পদক পেল ভারতের হকিদল। বেলজিয়ামের বিরুদ্ধে সেমিফাইনালে হারের পর সোনা জেতার আশা শেষ হয়ে গিয়েছিল। কিন্তু ব্রোঞ্জ জয় করতে নিজেদের উজাড় করে দেয় ভারতীয় দলের খেলোয়াড়রা। জোড়া গোল করেছেন সীমরনজিত সিং। এছাড়াও গোল করেছেন হরমানপ্রীত, হার্দিক সিং ও রুপিন্দর। একেবারে শেষ সেকেন্ড পর্যন্ত ম্যাচে লড়াই চলছে। খেলা শেষ হওয়ার একেবারে শেষ মুহূর্তে একটি পেনাল্টি কর্ণার পেয়ে যায় জার্মানি। ফলে বিপদ সংকেত দেখা দেয় ভারতের। কিন্তু গোল বাঁচিয়ে শেষ পর্যন্ত জয় ছিনিয়ে নেয় ভারতীয় হকি দল।

ম্যাচ জয়ের পর ভারত অধিনায়ক বলেন, এই পদক কোভিডের বিরুদ্ধে যারা সামনে থেকে লড়াই করছেন তাদের উৎসর্গ করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *