উত্তর দিনাজপুরে মানুষ স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিল

স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ৮ আগস্ট: সাধারণ মানুষ সচেতন হয়েই স্বেচ্ছায় পালন করছেন লকডাউন। মানুষের এই সচেতনতার ছবিই ফুটে উঠল রায়গঞ্জ তথা উত্তর দিনাজপুর জেলাজুড়ে।

রাজ্য সরকারের ডাকা সাপ্তাহিক পূর্ণ লকডাউনের প্রথমদিন বুধবারের মতো আজ শনিবারও উত্তর দিনাজপুরে স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিলেন সাধারনণ সচেতন মানুষ। এদিন জেলা সদর রায়গঞ্জ শহরে সম্পূর্ণভাবে লকডাউন মেনে চলেছেন সাধারন মানুষ। কোথাও কোনও বাজার বা দোকানপাট খোলেনি, রাস্তায় চলেনি কোনও যানবাহন। খুব প্রয়োজন ছাড়া মানুষকে বের হতে দেখা যায়নি। লকডাউন সফল করতে জেলা পুলিশ প্রশাসন ছিল তৎপর। শহরজুড়ে ছিল পুলিশের টহলদারি। উত্তর দিনাজপুর জেলা সদর রায়গঞ্জ শহরের রাস্তাঘাট ছিল একেবারেই শুনশান। সম্পূর্ণভাবে লকডাউন সফল করতে পুলিশ তৎপরতা ছিল চোখে পড়ার মতো। চিকিৎসা সংক্রান্ত বিষয় ছাড়া যেসব মানুষ মোটরবাইক নিয়ে বা পায়ে হেঁটেই শহরে বেড়িয়েছেন তাদের বুঝিয়ে বাড়ি ফেরত পাঠিয়ে দিচ্ছেন কর্তব্যরত পুলিশ কর্মীরা।
উল্লেখ্য, উত্তর দিনাজপুর জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পাওয়ায় সাধারন মানুষ প্রশাসনের এই সাপ্তাহিক দুদিনের সম্পূর্ণ লকডাউনকে স্বতঃস্ফূর্তভাবে মেনে নেওয়ার পাশাপাশি উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের গত ৬ ও ৭ আগস্ট ডাকা লকডাউনকেও মান্যতা দিয়েছিলেন। করোনা সংক্রমণ প্রতিরোধে নিজেরাই সচেতন হয়ে নিজেদের ঘরেই রয়েছেন।

জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ১৩১৫ জন হলেও উল্লেখ্যোগ্যভাবে সুস্থ হয়ে ওঠার সংখ্যাও চোখে পড়ার মতো। জেলায় করোনাকে জয় করে ১১০১ জন আক্রান্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *