স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ১৩ ডিসেম্বর: কলকাতার পর এবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের মহেন্দ্রগঞ্জ বাজার এবং মারোয়াড়ি পট্টি, বিবেকানন্দ মোড় সহ পুরো কালিয়াগঞ্জ শহর জুড়ে মন্ত্রী রাজীব বন্দোপাধ্যায়ের নামে ফ্লেক্স পড়ল। কালিয়াগঞ্জ শহর তৃণমূল কংগ্রেস কার্যালয়ের পাশেই এই পোষ্টার পড়েছে। স্বচ্ছ ভাবমূর্তি এবং সততা প্রতীক এবং ছাত্র যুবদের নয়নের মণি হিসেবে মন্ত্রীকে রাজীব বন্দোপাধ্যায়কে তুলে ধরা হয়েছে। ফ্লেক্সে কারও নাম দেওয়া হয়নি।
শনিবার রাজীব বন্দোপাধ্যায় জানিয়েছেন, তাঁর নামে এধরনের পোষ্টার না দিলে ভালো হত। তার পরেও কিছু শুভাকাঙ্ক্ষী এই কাজ করছে। কারা এই ফ্লেক্স দিল তানিয়ে তৃণমূল কংগ্রেস ধন্দে আছে। তবে এর দায় বিরোধী দল বিজেপি উপর চাপিয়েছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।
গত বিধানসভা উপনির্বাচনে কালিয়াগঞ্জ কেন্দ্রে মন্ত্রী রাজীব বন্দোপাধ্যায় দলীয় প্রার্থী তপন দেবসিংহ’কে জয়ী করতে কালিয়াগঞ্জের মাটি কামড়ে পড়েছিলেন। পাড়াগঞ্জ থেকে শুরু করে বাড়ি বাড়ি প্রচার করে তৃণমূল কংগ্রেস প্রার্থীকে জয়ী করিয়েছিলেন। অল্প দিনের মধ্যেই রাজীব বন্দোপাধ্যায় এলাকার মানুষের কাছে এবং প্রাণের মানুষ হয়ে ঊঠেছিলেন। তৃণমূল কংগ্রেস নেতারা মনে করছেন বিজেপি এধরনের পোষ্টার দিয়ে দলের মধ্যে বিরোধ তৈরি করার চেষ্টা করছে। বিজেপি এই অভিযোগ অস্বীকার করে বলেছে, তৃনমুল কংগ্রেসের এখন বহু অনুগামী তৈরি হয়েছে, তারাই এই কাজ করছে।