সাথী দাস, পুরুলিয়া, ৩০ আগস্ট: হাওয়া বদলের আন্দাজ! না কি নিছক রাজনৈতিক দল বদল! পুরুলিয়া জেলা জুড়ে দলবদল অব্যাহত রয়েছে। এই নিয়ে সেয়ানে সেয়ানের টক্কর চলছে পুরুলিয়া জেলায়। তৃণমূল ও বিজেপির এই রাজনৈতিক লড়াই বিধানসভা নির্বাচনের ক্ষেত্র তৈরি করছে। এই আঙ্গিকে তৃণমূল যুবশক্তি বৃদ্ধি কর্মসূচিকে সামনে রেখে ঘর গোছাতে চাইছে। অন্যদিকে, চা চর্চা কর্মসূচিতে দলের শক্তি বাড়াতে উদ্যোগী হয়েছে বিজেপি।
সেই নিরিখেই রবিবার রঘুনাথপুর বিধানসভার নিতুরিয়া মন্ডলের শরবড়ি অঞ্চলের ঝনকা মোড়ে দলীয় কার্যালয় উদ্বোধন করল বিজেপি। একই দিনে স্থানীয় নিমডাঙ্গা গ্রামের সেখ ইনকারের নেতৃত্বে ১৩ টি মুসলিম পরিবারের শতাধিক সমর্থক ভারতীয় জনতা পার্টিতে যোগদান করল। বিজেপি জেলা সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন। উপস্থিত ছিলেন অন্যতম জেলা নেতা কমলাকান্ত হাঁসদা ও অন্যান্য নেতৃত্ব।

