আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ১০ মে: সড়কপথে ভয়াবহ দুর্ঘটনায় পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে মৃত্যু হলো দুজনের। আশঙ্কাজনক একাধিক। বুধবার দুপুরে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। যাত্রীদের উদ্ধার কাজে নামে স্থানীয় বাসিন্দা এবং পুলিশ।
স্থানীয় সূত্রে খবর, বুধবার বেলা দেড়টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে নন্দীগ্রাম-চণ্ডীপুর সড়কপথে ভেটুরিয়ার ঠাকুরচক এলাকায়। স্থানীয় সূত্রে খবর, নন্দীগ্রাম-ফটকের একটি যাত্রিবাহী বাস নন্দীগ্রামের দিকে যাচ্ছিল। সেই সময় উল্টো দিক থেকে একটি যাত্রিবাহী ট্রেকার এসে গেলে বাস ও ট্রেকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এরপর পিছন থেকে অন্য একটি বাস এসে সজোরে ধাক্কা মারে ট্রেকারটিকে। এর ফলে ট্রেকারটি দুমড়ে মুচড়ে ঢুকে যায় বাসের নীচে। ঘটনাস্থলেই মৃত্যু হয় এক যাত্রীর। আহতদের চিকিৎসা চলছে কলকাতা সহ বিভিন্ন হাসপাতালে।
ঘটনার পর স্থানীয়রা সঙ্গে সঙ্গে উদ্ধার কাজে হাত লাগান। কিন্তু দুমড়ে মুচড়ে যাওয়া ট্রেকারটি থেকে যাত্রীদের উদ্ধার করার জন্য আনা হয় গ্যাস কাটার। এরপর বেশ কয়েক জনকে বার করে আনা হয়। কয়েক জনকে গুরুতর জখম অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করলে তাদের কলকাতায় স্থানান্তর করা হয়।
এই দুর্ঘটনার জেরে প্রায় ২ ঘণ্টা অবরুদ্ধ হয়ে পড়ে নন্দীগ্রাম- চণ্ডীপুর সড়কে যানচলাচল। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।