স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১৩ আগস্ট: নদিয়ার কৃষ্ণনগরের কোতোয়ালি থানার অন্তর্গত পানিনালা আদি বারোয়ারি এলাকার পরপর চারটি বাড়িতে চুরি। প্রতিটা বাড়ি থেকে আনুমানিক লক্ষাধিক টাকার জিনিসপত্র খোয়া গেছে। আর এই চুরিকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে যথেষ্ট আতঙ্কের সৃষ্টি হয়েছে।কোতয়ালি থানায় অভিযোগ দায়ের করা হলেও এখনো পর্যন্ত অভিযুক্তরা অধরা।
দিন কয়েক আগেই নদিয়ার বাদকুল্লায় একই কায়দায় চুরি হয়েছিল লক্ষ লক্ষ টাকার জিনিসপত্র এবং নগদ টাকা। এবার বাদকুল্লার পর নদিয়ার কৃষ্ণনগরের পানিনালা আদি বারোয়ারি এলাকায় চুরির ঘটনায় এলাকার মানুষ যথেষ্ট আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। সাধারণ মানুষের দাবি, পুলিশ প্রশাসন যেন অতিসত্বর অভিযুক্তদের গ্রেপ্তার করে।