মুর্শিদাবাদে ফের বাড়ল করোনা আক্রান্তের সংখ্যা, একদিনে আক্রান্ত ১১৭, উদ্বিগ্ন জেলা স্বাস্থ্য দফতর

আমাদের ভারত, মুর্শিদাবাদ, ১৯ আগস্ট: মঙ্গলবার মুর্শিদাবাদ জেলাতে রেকর্ড সংখ্যক কোভিড আক্রান্তের হদিশ মিলেছে। মঙ্গলবার মোট ১১৭জনের দেহে কোভিড-১৯ সংক্রমণ হদিশ মিলেছে বলে বুধবার সকালে জেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানানো হয়েছে। তার আগের দিন সোমবার আক্রান্তের সংখ্যা ছিল ৯৯।

মঙ্গলবার সব থেকে বেশি করোনা আক্রান্ত খোঁজ মিলেছে রঘুনাথগঞ্জ ১নং ব্লকে। ওই ব্লকে ২৭ জন করোনা আক্রান্ত হয়েছেন। এছাড়া রঘুনাথগঞ্জ ২নং ব্লকের ১২ জন, সুতি ২নং ব্লকের ৯ জন, সামশেরগঞ্জ ব্লকের ১জন, সাগরদিঘী ব্লকের ৩ জন, জিয়াগঞ্জ ব্লকের ৮ জন, ভগবানগোলা ১নং ব্লকের ৪জন, লালগোলা ব্লকের ৫জন, রানীনগর ১নং ব্লকের ৬ জন, জলঙ্গী ব্লকের ৩ জন, ডোমকল ব্লকের ১জন, হরিহরপাড়া ব্লকের ১জন, বেলডাঙা পৌরসভা এলাকার ৫জন, বেলডাঙা ১নং ব্লকের ৩ জন, বেলডাঙা ২নং ব্লকের ৬ জন, বহরমপুর ব্লকের ১ জন, বহরমপুর পৌরসভা এলাকার ১জন করোনা আক্রান্তের খোঁজ মিলেছে।

মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ২ জন, খড়গ্রাম ব্লকের ১ জন, বড়ঞা ব্লকের ২ জন, কান্দি পৌরসভা এলাকার ১জন, কান্দি ব্লকের ৪ জন, ভরতপুর ১নং ব্লকের ৫ জন, ভরতপুর ২নং ব্লকের ১জন করোনা আক্রান্ত চয়েছে। মুর্শিদাবাদ জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৯৩৮ জন। এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২১৯জন। আক্রান্তদের অনেককেই বহরমপুর কোভিড হাসপাতালে ভর্তি করানো হয়েছে চিকিৎসা জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *