আমাদের ভারত, মুর্শিদাবাদ, ২ সেপ্টেম্বর: গত ২৪ঘন্টায় মুর্শিদাবাদ জেলায় নতুন করে ৬০জন করোনা আক্রান্তের খোঁজ মিলল। যদিও আগের থেকে একদিনে আক্রান্তের সংখ্যা কমেছে বুধবারে।
বুধবার মুর্শিদাবাদ জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ প্রশান্ত বিশ্বাস জানিয়েছেন, বুধবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় মুর্শিদাবাদ জেলায় নতুন করে ৬০ জন করোনা আক্রান্তের খোঁজ মিলেছে। জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০৪১জন, যদিও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন অধিকাংশ করোনা আক্রান্ত রোগী।
মুর্শিদাবাদ জেলার যে সমস্ত ব্লক থেকে করোনা আক্রান্ত খোঁজ পাওয়া গিয়েছে তা হল, ফরাক্কা ব্লকের ২জন, সামশেরগঞ্জ ব্লকের ১জন, রঘুনাথগঞ্জ ১নং ব্লকের ৫জন, রঘুনাথগঞ্জ ২নং ব্লকের ৫জন, সুতি ২নং ব্লকের ২জন, সুতি ১নং ব্লকের ২জন, নবগ্রাম ব্লকের ১জন, সাগরদিঘী ব্লকের ১জন, মুর্শিদাবাদ জিয়াগঞ্জ ব্লকের ১জন, মুর্শিদাবাদ পৌরসভা এলাকার ১জন, ভগবানগোলা ১নং ব্লকের ১জন, ভগবানগোলা ২নং ব্লকের ৩জন, লালগোলা ব্লকের ২জন, রানীনগর ১নং ব্লকের ৩জন, রানীনগর ২নং ব্লকের ৩জন, বেলডাঙা ১নং ব্লকের ২জন, বেলডাঙা ২নং ব্লকের ৩জন, বহরমপুর ব্লকের ৫জন, বহরমপুর পৌরসভা এলাকার ৫জন, মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ২জন, খড়গ্রাম ব্লকের ৫জন, কান্দি পৌরসভা এলাকার ৫জন। আক্রান্তদের অনেকজনকেই হোম আইসোলেশনে রাখা হয়েছে এবং বহরমপুর মাতৃ সদনে করোনা হাসপাতালে ভর্তি করা হয়েছে চিকিৎসা জন্য।

