মুর্শিদাবাদে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্তের সংখ্যা ৬৪জন

আমাদের ভারত, মুর্শিদাবাদ, ২১ আগস্ট: গত ২৪ঘন্টায় মুর্শিদাবাদ জেলাতে নতুন করে ৬৪জন করোনা আক্রান্ত খোঁজ মিলল। শুক্রবার সকালে মুর্শিদাবাদ জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ প্রশান্ত বিশ্বাস জানিয়েছেন গত ২৪ ঘন্টায় মুর্শিদাবাদ জেলাতে মোট ৬৪জন আক্রান্তের খোঁজ মিলেছে, এদের মধ্যে ভিআরডিএল টেষ্টে পজিটিভ হয়েছেন ৩৮জন, র‍্যাপিড এন্টিজেন টেষ্টে পজেটিভ হয়েছেন ২৪জন।

সব থেকে বেশি আক্রান্ত খোঁজ মিলেছে সাগরদিঘী ও হরিহরপাড়া ব্লকে। সাগরদিঘী ব্লকে ৭জন, হরিহরপাড়া ব্লকে ৭জন, ভগবানগোলা ২নং ব্লকের ৫জন, নবগ্রাম ব্লকে ২জন, বহরমপুর পৌরসভা এলাকার ১জন, লালগোলা ব্লকে ৪জন, কান্দি ব্লকের ১জন, খড়গ্রাম ব্লকের ১জন, বহরমপুর পৌরসভা এলাকার ১জন, বড়ঞা ব্লকে ২জন, রঘুনাথগঞ্জে ১নং ব্লকের ২জন, রঘুনাথগঞ্জ ২নং ব্লকের ২জন, নওদা ব্লকের ১জন, রানীনগর ২নং ব্লকের ১জন আক্রান্ত হয়েছেন। এছাড়া বীরভূম জেলার বাসিন্দা ১জন আক্রান্ত হয়েছেন।
মুর্শিদাবাদ জেলায় এখনও পর্যন্ত মোট আক্রান্ত সংখ্যা দাঁড়াল ২১৮৬ জন, এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩৪৩জন বলে জানিয়েছেন জেলা স্বাস্থ্য আধিকারিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *