আমাদের ভারত, মুর্শিদাবাদ, ২৬ আগস্ট: গত ২৪ঘন্টায় মুর্শিদাবাদ জেলায় নতুন করে ৫৯জন করোনা আক্রান্তের খোঁজ মিলল। যদিও আগের থেকে একদিনে আক্রান্তের সংখ্যা কমেছে। কিন্তু এবার আক্রান্ত হলেন এক থানার ওসি সহ সিভিক ভলান্টিয়ার।
মুর্শিদাবাদ জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ প্রশান্ত বিশ্বাস জানিয়েছেন, বুধবার সকাল পর্যন্ত গত ২৪ঘন্টায় মুর্শিদাবাদ জেলায় নতুন করে ৫৯জন করোনা আক্রান্তের খোঁজ মিলেছে ভিআরডিএল টেষ্টে পজিটিভ হয়েছেন ২৮জন, র্যাপিড এন্টিজেন টেষ্টে পজেটিভ হয়েছেন ৩১জন। মুর্শিদাবাদ জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৬০৮জন, যদিও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭৮০জন।
অন্যদিকে ভরতপুর থানার ওসি রবি মালাকার করোনা আক্রান্ত হয়েছেন। এছড়া ওই থানার পাঁচজন সিভিক ভলান্টিয়ারও করোনা সংক্রমণ আক্রান্ত হয়েছেন। গতকাল রাতে এই খবর স্বাস্থ্যদপ্তরে পক্ষ থেকে জানানো হয়েছে। তাঁদে পরিবারের সদস্যদের হোম কোরেন্টাইনে রাখা হয়েছে। ওসি থানার কোয়ার্টারে থাকেন, তাই থানার চতুর্দিকে বাঁশের ব্যারিক্যাড করে ঘিরে দেওয়া হয়েছে।

