মেদিনীপুরে সরকারি ন্যায্য মূল্যে ধান বীজ তুলে দেওয়া হলো কৃষকদের হাতে

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১ জুন: শ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষি দপ্তরের অধীন রাজ্য বীজ নিগমের উদ্যোগে কৃষকদের সুবিধার্থে, আগামী খরিফ মরসুমে চাষের জন্য, আজ দুপুরে সরকারি ন্যায্য মূল্যে কৃষকদের হাতে ধান বীজ তুলে দেওয়া হলো। খোলা বাজারের চড়া দামের থেকে অনেক সুলভ ও ন্যায্য মূল্যে সরকারি ব্যবস্থাপনায় কৃষকদের হাতে ধানবীজ তুলে দেওয়া হয়। কৃষকদের স্বনির্ভরতার লক্ষ্যে এই পদক্ষেপ বলে নিগমের পক্ষ থেকে জানান হয়।

চলতি বছরে ৭০ মেট্রিক টন ধানবীজ কৃষকদের হাতে তুলে দেওয়ার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। এর মধ্যে আজ প্রায় ১৫ টন ধানবীজ তুলে দেওয়া হয়। খুব শীঘ্রই এই লক্ষ্যমাত্রা পূরণ করা যাবে বলে জানিয়েছেন বীজ নিগমের জেলা প্রবন্ধক দিব্যেন্দু সামন্ত। দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলার প্রায় পাঁচ হাজার কৃষক এই বীজ নিয়ে কৃষি কাজ করে উপকৃত হবে বলেও তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *