আমাদের ভারত, মালদা, ৮ নভেম্বর: শুভেন্দু অধিকারীর নামে এবার পোস্টার পড়ল মালদায়। ইংরেজবাজার শহরের পোস্ট অফিস মোড়, নেতাজি মোড়, রাজ হোটেল মোড় সহ বিভিন্ন এলাকায় শুভেন্দু অধিকারীর নামে পোস্টার দেওয়া হয়। বিভিন্ন স্লোগান দিয়ে এই পোস্টার দেওয়া হয়েছে।
অরাজনৈতিক ভাবে দাদার অনুগামী হিসেবে এই পোষ্টার দেওয়া হয়েছে বলে দাবি তৃণমূল নেতা কাজল গোস্বামীর। তার নামই এই পোস্টারগুলি দেওয়া হয় মালদা শহর জুড়ে। এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। জেলা তৃণমূলের কো-অর্ডিনেটর দুলাল সরকার বলেন, কাজল গোস্বামী বিজেপির একটা টাউট। তৃণমূল কংগ্রেসকে ভাঙানোর জন্য এবং বদনাম করার জন্য ষড়যন্ত্র করছে বিজেপি। তাই এই পোস্টারগুলি দিয়েছে।
যদিও বিজেপির পাল্টা দাবি মানুষের সাথে যোগাযোগ আছে এমন অনেক নেতা সাইড লাইনে চলে গেছেন। তাই এই ধরনের পোস্টার পড়ছে। এই ধরনের নেতারা বিজেপিতে যোগদান করতে চাইলে বিজেপির দরজা খোলা আছে।

