সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১৪ অক্টোবর: পিতৃপুরুষের উদ্দেশ্যে শ্রদ্ধা জানাতে আজ মহালয়ার সকালে বাঁকুড়া শহরের নদীঘাটগুলিতে ব্যাপক ভিড় হয়। সকালে সূর্যোদয়ের সাথে সাথেই ভিড় জমতে শুরু হয়।পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করতে বেশ কিছু মহিলাদের ও উপস্থিতি লক্ষ্য করা যায়।

বাঁকুড়া শহরের গন্ধেশ্বরী নদীর সতীঘাটে, দ্বারকেশ্বর নদীর এক্তেশ্বর, পাতাকোলা, মীনাপুর প্রভৃতি ঘাটগুলিতে তর্পন শ্রাদ্ধ চলে অনেক বেলা পর্যন্ত। পুরোহিতদের মন্ত্রোচ্চারণে গলা মেলানো, কোলাহলে মুখর হয়ে ওঠে নদীঘাটগুলি। সাধারণ মানুষের সাথে সাথে জনপ্রতিনিধিরাও হাজির হন তর্পন শ্রাদ্ধে। সাংসদ ডাঃ সুভাষ সরকার, সদর কেন্দ্রের বিধায়ক নিলাদ্রী দানা, প্রাক্তন বিধায়ক শম্পা দরিপাকে দেখা যায় তর্পন করতে।
তর্পন উপলক্ষে নদীঘাটগুলিতে পুলিশ মোতায়েন করা হয়। শান্তি শৃঙ্খলা বজায় রাখতে ছিল পুলিশের কড়া নজরদারি। পৌরসভার পক্ষ থেকে নদীঘাটগুলি পরিষ্কার করে তোলা হয়।

