সাথী দাস, পুরুলিয়া, ১৭ নভেম্বর: দলে যোগদান করানোর কর্মসূচি অব্যাহত রেখেছে পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেস। দলের কর্মীদের নিয়ে বিজয়া সম্মেলনেও বিভিন্ন দলের সমর্থিত পরিবার ও কর্মীদের ঘাসফুল পতাকা ধরাতে উদ্যোগী হচ্ছে তৃণমূল কংগ্রেস।
আজ কোটশিলা (ঝালদা-২ ব্লক)র ওই অনুষ্ঠানে বিভিন্ন দলের সমর্থক ও তাঁদের পরিবারের সদস্যদের হাতে দলীয় পতাকা ধরাল তৃণমূল। কোটশিলার জিউদারু হাই স্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন জেলা সভাপতি গুরুপদ টুডু, স্থানীয় বিধায়ক শক্তিপদ মাহাতো ও অন্যান্য জেলা নেতৃত্ব।
জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই ব্লকের টাটুয়াড়া অঞ্চলের ৩০টি পরিবার বিজেপি, সিপিআইএম, কংগ্রেস ছেড়ে তাঁদের দল যোগদান করেন। তৃণমূল কংগ্রেসের উন্নয়নের শরিক হতে দলবদল বলে জানান সদ্য দলত্যাগীরা।
প্রসঙ্গত উল্লেখ্য, ওই ব্লকে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব রয়েছে। নাম প্রকাশ্যে অনিচ্ছুক স্থানীয় ব্লক স্তরের কয়েক জন নেতা বলেন, “এখানে দ্বিতীয় স্থানে কংগ্রেস, তৃতীয় স্থানে বিজেপি থাকলেও তৃণমূলের প্রধান প্রতিপক্ষ তৃণমূলই। কাজেই বিভিন্ন দলের থেকে যোগ দানের থেকেও নিজের দলের গোষ্ঠী কোন্দল মেটানো বেশি জরুরী।”