কেশিয়াড়ি ব্লকে আবারও বিজেপিতে বড়সড় ভাঙন, বুথ সভাপতিসহ প্রায় ৫০টি পরিবারের তৃণমূলে যোগ

জে মাহাতো, আমাদের ভারত, ১৪ নভেম্বর: কেশিয়াড়ি ব্লকে আবারও বিজেপিতে বড়সড় ভাঙন ধরালো তৃণমূল। পঞ্চায়েত নির্বাচনের পর থেকে কেশিয়াড়িতে বিজেপির ভাঙন লেগেই রয়েছে। রবিবার কেশিয়াড়ি ব্লকের কেশিয়াড়ি ৭ নং অঞ্চলের শুকডুবি বুথে তৃণমূলের দিপাবলীর শুভেচ্ছা বিনিময় কর্মসূচির আয়োজন করা হয়েছিল। সেই কর্মসূচি অনুষ্ঠানে বিজেপির বুথ সভাপতিসহ প্রায় ৫০টি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন বলে তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছে। নবাগতদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ মামনি মান্ডি সহ অন্যান্য নেতৃত্ব। 

বিজেপির বুথ সভাপতি মদন কর বলেন, বিজেপিতে কাজ করতে পারছিলেন না। এলাকায় তেমন কোনও উন্নয়ন হচ্ছে না, এলাকার উন্নয়নের জন্য তৃণমূলের সাথে যুক্ত থেকে উন্নয়নে যোগ দিতেই দলবদল। উপস্থিত ছিলেন তৃণমূল নেতৃত্ব ফটিকরঞ্জন পাহাড়ি, মামনি মাণ্ডি, ব্লকের তৃণমূল নেতৃত্ব তারাশঙ্কর পাত্র শুকডুবি বুথের সভাপতি পূর্ণচন্দ্র শীঠ সহ বুথের অন্যান্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *