আমাদের ভারত, মুর্শিদাবাদ, ২৫ জুলাই: কান্দিতে কুসংস্কারের জেরে ওঝার কেরামতিতে বলি হল এক যুবক। মৃতের নাম মিলন মন্ডল (২০)। ঘটনায় হতবাক মুর্শিদাবাদ জেলার পুরন্দরপুর গ্রাম সহ আসপাশের মানুষজন।
জানাগেছে, জমিতে কাজ করার সময় মিলন নামে ওই যুবককে সাপে কামড়ায়। পরিবারের লোকজন তাকে হাসপাতালে না নিয়ে গিয়ে এলাকার দুই ওঝার কাছে তুকতাকের জন্য নিয়ে যায়। তারা হাত গুনে সাপের কামড়ে বিষ হয়নি জানালে বাড়ি নিয়ে যায় মিলনকে। শনিবার সকালে অসুস্থতা বাড়ায় কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে আসার পথে মৃত্যু হয় ওই যুবকের।
পরিবার সূত্রে জানাগিয়েছে, শুক্রবার বিকালে মাঠে ধানের জমিতে কাজে গিয়েছিল মিলন। সেখানেই তাঁকে সাপে কামড়ায়। সেই কথা বাড়িতে জানালে তাকে স্থানীয় দুই ওঝার কাছে নিয়ে যাওয়া হয়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতালের মর্গে পাঠিয়েছে ।

